নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় বহু প্রাণহানি

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় বহু প্রাণহানি

naijeriyaaনাইজেরিয়ার কানো শহরের প্রধান মসজিদে বোমা হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শুক্রবার জুমার নামাজ চলার সময় ২ জন আত্মঘাতী বোমা হামলাকারী এবং বন্দুকধারীরা এই হামলা চালায়।

শুক্রবার এই ভয়াবহ বোমা হামলা থেকে বাঁচতে যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, বেশকিছু মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমরা জানি না কি ঘটছিল। প্রথমে বিস্ফোরণের শব্দ শুনেছি আর তারপর বন্দুকের গুলির আওয়াজ।

পুলিশ এতে প্রাণহানির সংখ্যা ৩৫ বললেও ঘটনাস্থলে থাকা সংবাদ মাধ্যমের কর্মীরা জানিয়েছেন মৃতের সংখ্যা আরো বেশি।

হামলার সময় ঐ মসজিদে থাকা সাংবাদিক মোহাম্মাদ বেলো বলেন, জুমার নামাজের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে ঢুকে পড়ার চেষ্টা করে আর তখনই কিছু লোক এই অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ্য করে।

তারা যখন তাকে মসজিদে ঢুকতে বাধা দিচ্ছিল, তখনই প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।

ধারণা করা হচ্ছে, বোকো হারাম জঙ্গিরাই হামলাটি চালিয়েছে। মসজিদটি কানো শহরের আমীর মোহাম্মাদ সানুসির প্রাসাদ সংলগ্ন, যিনি গত সপ্তাহেই জনগণের প্রতি বোকো হারামকে প্রতিহত করবার ডাক দিয়েছিলেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরির একটি মসজিদ ও স্থানীয় বাজারে পেতে রাখা ৬টি বোমা নিষ্ক্রিয় করে আরো হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক