খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

khaleda22জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠন বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবীরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক বাসুদেব রায়ের আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

রাজনীতি