উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ঢাকায় আসছেন। ৭৬ বছর বয়সী চিরসবুজ কন্ঠের অধিকারী এই গায়িকা আগামী ৯ মার্চ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত একটি কনসার্টে পারফর্ম করবেন। কনসার্টটি আয়োজন করছে মিডিয়া একসেস।
আশা ভোঁসলে এমন এক শিল্পী যার গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন সেই মধুবালা- হেমা মালিনি থেকে শুরু করে মাধুরী-উর্মিলা, এমনকি আজকের কারিনা-ক্যাটরিনাও। ১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করেন অসাধারণ এই সঙ্গীত প্রতিভা। কেবল বলিউডের ছবিতেই গেয়েছেন এক হাজারের বেশি গান। এছাড়া পপ, গজল, ভজন, লোকগান, কাওয়ালি, রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীতেও রয়েছে তার সমান দখল। হিন্দি, বাংলা, উর্দু, ইংরেজি, অহমিয়া, তেলেগু, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, তামিল, রুশ, চেক, নেপালি, মালয় এবং মালয়ালম ভাষাসহ অজস্র ভাষায় গান করেছেন তিনি।
ভারতের মহারাষ্ট্র প্রদেশের সংলিতে ছোট্ট এক গ্রামে আশা ভোঁসলের জন্ম। তার বাবা পণ্ডিত দীননাথ মুঙ্গেশকর ছিলেন একজন থিয়েটারকর্মী এবং ধ্রুপদী গানের সৌখিন শিল্পী। মাত্র নয় বছর বয়সে আশার বাবা প্রয়াত হলে সপরিবারে তারা চলে আসেন মুম্বাই। সংসারে হাল ধরতে বড় বোন লতা মুঙ্গেশকরের সঙ্গে গাইতে শুরু করেন গান। ১৯৪৩ সালে মারাঠি ছবি ‘মাঝাবাল’-এর একটি গানে কণ্ঠ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। আশা ভোঁসলের বলিউড অভিযাত্রা শুরু হয় ‘চুনারিয়া’ ছবির ‘শাওয়ান আয়া’ শীর্ষক একটি গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে।
গানে গানে আশা ভোঁসলে জীবনের সাতটি দশক পার করেছেন। এক জীবনে গান করেছেন ১২ হাজারেরও বেশি। জয় করেছেন ‘পদ্মভূষণ’ এর মতো সর্বোচ্চ পদক।
সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি আশা ভোঁসলে আগামী ৯ মার্চ আসছেন ঢাকায়। আর্মি স্টেডিয়ামে স্থানীয় শিল্পীদের সঙ্গে তিনি কনসার্টে অংশ নেবেন। তাকে সম্মান জানাতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে কনসার্ট আয়োজক মিডিয়া একসেস।