‘দুষ্কৃতিকারীরা যেন রাজধানীতে প্রবেশ করতে না পারে’

‘দুষ্কৃতিকারীরা যেন রাজধানীতে প্রবেশ করতে না পারে’

nanokfসাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি  দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “কোনো জঙ্গি ও দুষ্কৃতিকারীরা যেন রাজধানীতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।”

শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত আমিন কমিউনিটি সেন্টারে আয়োজিত সাভার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

এসময় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “উত্তরবঙ্গ আর ঢাকার সংযোগমুখ হচ্ছে সাভার। তাই সাভারের নেতাকর্মীদের বিএনপির জঙ্গি নাশকতা সম্পর্কে সজাগ থাকতে হবে।”

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদ উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।

সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ দফতর বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, এনামুল হক শামীম, ডা. এনামুর রহমান এমপি, মাহবুবুর রহমান প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক  মিসেস হাসিনা দৌলা, মঞ্জুরুল আলম রাজিব, সেলিম মন্ডলসহ সাভার পৌর আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী।

প্রসঙ্গত, এই ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়েই গঠিত হবে সাভার পৌর আওয়ামী লীগের নতুন কমিটি।

রাজনীতি