কোহলি-রায়নার ব্যাটিং তান্ডবে ভারতের জয়

কোহলি-রায়নার ব্যাটিং তান্ডবে ভারতের জয়

কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে শেষপর্যন্ত ঘুরে দাঁড়ালো ভারত। শ্রীলঙ্কার বেঁধে দেওয়া ৩২১ রানের লক্ষ্য একেবারেই মামুলি বানিয়ে দিলো বিরাট কোহলি ও সুরেশ রায়নার ঝড়ো ব্যাটিং। ১৩ ওভার ২ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কা ইনিংস: ৩২০/৪ (ওভার ৫০)
ভারত ইনিংস: ৩২১/৩ (ওভার ৩৬.৪)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী

৩২১ রানের জয়ের লক্ষ্যে শুরুতেই লঙ্কান বোলারদের উপর চড়াও হন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগ। ঝড়ো গতিতে ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন শেবাগ। তখন দলের রান ৫৪। টেন্ডুলকারের সঙ্গে ক্রিজে আসেন গৌতম গম্ভীর। দলের খাতায় ৮৬ রানে মালিঙ্গার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন লিটল মাস্টার (৩৯)।

শচীন সাজঘরে ফেরার পর গম্ভীরের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। এ জুটি ১১৫ রান যোগ করে সাজঘরে ফেরেন গম্ভীর (৬৩)। এরপর কোহলির সঙ্গে রায়না দায়িত্ব নেন দলকে জয়ের বন্দরে ভিড়ানোর। এ জুটির হার না মানা ব্যাটিংয়ে বড় লক্ষ্য তাড়া করেও সহজ জয় পায় ভারত।

কোহলির ব্যাট থেকে আসে হার না শতক (১৩৩)। তার ৮৬ বলের ইনিংসে রয়েছে ১৬টি চার ও ২টি ছয়ের মার। রায়না খেলেন ২৪ বলে ৪০ রানের ইনিংস। এ জয়ে ফাইনাল খেলার আশা জিইয়ে রাখলো ভারত। প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফলাফলের উপর নির্ভর করবে ভারতের ফাইনাল উঠা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। ৪৯ রানে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (২২) আউট হয়ে গেলেও দলকে বড় সংগ্রহ এনে দেয় দ্বিতীয় উইকেট জুটি। এ জুটিতে তিলকারতেœ দিলশান ও কুমার সাঙ্গাকারা যোগ করেন ২০০ রান। ২৪৯ রানে সাঙ্গাকারা (১০৫) সাজঘরে ফিরলেও দিলশানের ব্যাটিং দৃঢ়তা অব্যাহত থাকে।

হার না মানা শতক হাঁকান শ্রীলঙ্কার এই উদ্বোধোনী ব্যাটসম্যান। দিলশানের ব্যাট থেকেই আসে ১৬০ রান। ১১টি চার ও তিনটি ছয়ের মার ছিলো তার ইনিংসে। শেষপর্যন্ত শ্রীলঙ্কার চার উইকেট হারিয়ে ৩২০ রান করে শ্রীলঙ্কা।

ম্যাচ সেরার হন কোহলি। প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচটিতে শুক্রবার শ্রীলঙ্কা মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার।

খেলাধূলা