২৩৭ রানে এগিয়ে শ্রীলঙ্কা

২৩৭ রানে এগিয়ে শ্রীলঙ্কা

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬৪। এগিয়ে আছে ২৩৭ রানে।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৬৪/৫ (ওভার ৫৩.৪), প্রথম ইনিংস: ৪১৩
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৪০

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ওভারেই বিদায় নেন অধিনায়ক তিলকারত্নে দিলশান (৪)। দলের রান তখন ১।

ব্যক্তিগত ৫১ রানে আগের ইনিংসে শতক হাঁকানো কুমার সাঙ্গাকারাকে আউট করেন মোহাম্মদ হাফিজ। মাহেলা জয়াবর্ধনেকে (২০) এলবিডব্লু’র ফাঁদে ফেলেন উমর গুল। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুস (১৩) ও কুশল সিলভাকে (০) সাজঘরে ফেরান সাঈদ আজমল। এরপর আলোর স্বল্পতার জন্য দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

৬৬ রানে অপরাজিত আছেন থারাঙ্গা পারানাভিতানা। আর ৪ রান নিয়ে ব্যাট করছেন কুলাসেকারা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৪১৩ রানে।

ইউনুস খানের শতকের সুবাদে প্রথম ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় ৩৪০ রানে।

খেলাধূলা