বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেছেন, “আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরি জঙ্গি তৎপরতায় মগজধোলাই করছেন। তরুণেরা ফাঁদে পা দিচ্ছেন। তরুণদেরই টার্গেট করা হচ্ছে। জাওয়াহিরি উন্মাদ। তার উন্মাদনা তরুণদের টার্গেট করছে।”
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এক আবেদনের শুনানিকালে এসব কথা বলেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
শামসুদ্দিন চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গিদের ষড়যন্ত্র ও তৎপরতার তথ্য উঠে এসেছে। এটি আশঙ্কার ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়।”
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার হওয়া আসিফ আদনানের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ওই আবেদনটি করে রাষ্ট্রপক্ষ।
শুনানি নিয়ে আদালত আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন। আবেদনের ওপর আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসিফের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
হাইকোর্টে জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, “আসিফের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অপরাধ সংঘটনের কথা বলতে পারেনি পুলিশ। আবেদনকারীর বাবা একজন সাবেক বিচারক। তিনি উচ্চ শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি পালিয়ে যাবেন না। আদালত চাইলে তার পাসপোর্ট রেখে দিতে পারেন।”
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির বলেন, “আসামি আল-কায়েদা নেতা জাওয়াহিরির বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বৃটেন থেকে আসা আইএস জঙ্গির সঙ্গে যোগাযোগ ও সভা করেছেন। অপরাধের ষড়যন্ত্র করাও অপরাধ। বিদেশে অপরাধ করার পরিকল্পনা করলেও সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ। এ ধরনের আসামি জামিন পেতে পারেন না।
শুনানি শেষে আসিফের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। ”