২১ আগস্টের ঘটনা রহস্যে ঘেরা গভীর চক্রান্ত : রিজভী

২১ আগস্টের ঘটনা রহস্যে ঘেরা গভীর চক্রান্ত : রিজভী

rizvi২১ আগস্টের ঘটনাটি রহস্যে ঘেরা গভীর চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ২১ আগস্টের মামলার চার্জশিট পাল্টে নতুন করে সম্পূরক চার্জশিট গঠন করার মাধ্যমে প্রকৃত আসামিদের আড়াল করে উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানকে জড়ানো হয়েছে। এটা বর্তমান সরকারের একটি বর্বর পরিকল্পনারই অংশ।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ২১ আগস্টের ঘটনাটাই একটি রহস্যে ঘেরা গভীর চক্রান্তের ফল। তৎকালীন নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিপদে ফেলে সরকারের ভাবমূর্তি বিনষ্টের জন্য এ ঘটনা ঘটানো হয়েছিল। এসব দেশবিরোধী দেশি-বিদেশি চক্রের মরণঘাতি খেলা বলেই জনগণ বিশ্বাস করে।

তিনি বলেন, একদিন আসল সত্য বেরিয়ে পড়বেই। ওই মামলায় সুরঞ্জিত সেনগুপ্ত ৭নং সাক্ষী। অথচ কতো অবলীলায় সেটাকে আড়াল করে অসত্য বিবৃতি প্রদান করেন সংবাদ মাধ্যমে দায়িত্বরত সাংবাদিকদের সামনে। এ থেকেই বোঝা যায় ভোটারবিহীন এই সরকার দৃশ্যমান হস্তক্ষেপের মাধ্যমে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িত করে।

আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে দলীয় মনোভাবাপন্ন লোককে আইও নিয়োগ করে দ্বিতীয় দফা সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।

রিজভী আহমেদ বলেন. ক্ষমতাসীন দলের নেতাদের বিভ্রান্তিকর ও মনগড়া কথা শুনলেই বোঝা যায় ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা ন্যায় বিচারের পথে যেতে দেয়া হবে না।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে অপকর্ম করছে দাবি করে রিজভী আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সাইন বোর্ড সামনে রেখে দখল, দুর্নীতি, হানাহানি, লুটপাটকে তারা নিজেদের জীবন দর্শন বানিয়েছেন। নিজেদের স্বার্থে এমন কোনো কাজ নেই, যা তারা করতে পারে না।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য এরা অসত্য, অন্যায় ও মিথ্যা প্রচারের ওপর নির্ভর করছে। কিন্তু এভাবে তারা জনরোষ থেকে বাঁচতে পারবে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

রাজনীতি