‘কৃষকের উন্নতি না হলে কৃষি অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়’

‘কৃষকের উন্নতি না হলে কৃষি অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়’

কৃষকের উন্নতি না হলে কৃষি অর্থনীতির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এমপি।

মঙ্গলবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বীজ প্রযুক্তি বিষয়ক তিন মাসব্যাপী স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্সের ১১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ, কোষাধক্ষ অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং-এর মহাপরিচালক আনোয়ার ফারুক উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষণের উপর  গুরুত্ব দিয়ে আব্দুল মান্নান এমপি বলেন, কৃষকের উন্নতি না হলে কৃষি অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। প্রতিকূল পরিবেশে আবাদযোগ্য ফসলের উদ্ভাবন, ভালো বীজ উৎপাদন, সংরক্ষণ ও উন্নততর কৃষি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বেশি করে মনোনিবেশ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক, অধ্যাপক ড. ইসমাইল হোসেন মিঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এম. ময়নুল হক।

অর্থ বাণিজ্য