আরো ২টি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়া-ইরান চুক্তি সই

আরো ২টি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়া-ইরান চুক্তি সই

russ_iranইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে আরো দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে চুক্তি সই হয়েছে।

মস্কোতে এ চুক্তিতে সই করেছেন ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এবং রাশিয়ার প্রধান পরমাণু সংস্থা রুসাটম’র প্রধান সের্গেই কিরিয়েনকো। এ চুক্তি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে ইরানে আরো বেশি পরমাণু কেন্দ্র নির্মাণ করা যাবে।

মঙ্গলবার মস্কোতে পৌঁছার পর আলী আকবর সালেহি বলেছেন, ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারের ওপর বাধ্যবাধকতা আরোপ করেছে সংসদ। বুশেহরে পর্যায়ক্রমে মোট পাঁচটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে বলে জানান তিনি। এরইমধ্যে রাশিয়ার সহযোগিতায় বুশেহরে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

ওমানে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলার একই সময়ে রাশিয়ার সঙ্গে নয়া পরমাণু কেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, কাকতালীয় ভাবে দুটি ঘটনা একই সময়ে ঘটেছে।

আন্তর্জাতিক