জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তামিম ইকবাল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি (১০৩*) ও ইমরুল কায়েস দ্বিতীয় সেঞ্চুরি (১০৩*) করে অপরাজিত আছেন। ২১২ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসের উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়েছেন তারা।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং শুরু করে স্বাগতিক বাংলাদেশ।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম-ইমরুলের দৃঢ়তায় বিনা উইকেটে ২১২ রান বাংলাদেশের।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। দলে নেই শামসুর রহমান ও শাহাদাত হোসেন। দুটি পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে দলেও। দলে ফিরেছেন রিচমন্ড মুতুমবামি ও শিঙ্গি মাসাকাদজা। বাদ পড়েছেন ম্যালকম ওয়ালার ও টেন্ডাই চাটারা।
৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ঢাকা ও খুলনা টেস্টে জিতে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জয় পেলে বাংলাদেশ জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে পারবে।