রাজধানীর মহাখালীতে রূপায়ণ হাউজিং প্রকল্পের মাসব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
এদিন সকালে ৭২ মহাখালী রূপায়ণ সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন খান মাসব্যাপী ‘রূপায়ণ আবাসন মেলা ২০১২’ উদ্বোধন করেন। রূপায়ণের ঢাকা ও এর বাইরের সব কার্যালয়ে একযোগে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৫০ শতাংশ ডাউন পেমেন্টে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
রূপায়ণের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত। দেশের একমাত্র স্যাটেলাইট টাউন রূপায়ণসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার গুরুত্বপূর্ণ লোকেশনে রয়েছে আমাদের বাণিজ্যিক স্পেস ও আবাসিক ফ্ল্যাট। এছাড়াও রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ল্যান্ড প্রকল্প সব শ্রেণির ক্রেতা সাধারণের চাহিদা পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি।’
গত ফেব্রুয়ারির উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিতুল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপক রতন কুমার রয়, রূপায়ণ গ্রুপের মিডিয়া কনসালট্যান্ট মনীন্দ্র নাথ সরকার, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক এহ্সানুর রহমান, রূপায়ণ ল্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের কোম্পানিপ্রধান ফরিদ আহম্মেদ ও রূপায়ণের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ব্যবস্থাপক এম সাদিক ।