ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি সাব-স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ১২০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ১২৮ কেভি সাব-স্টেশনের সুইচ ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
এদিকে অগ্নিকা-ের ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতার জিটি-২ ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।
এর মধ্যে ৩ নম্বর ও গ্যাস ইঞ্জিন ইউনিটে বুধবার সকাল ৭টার দিকে আবার উৎপাদন শুরু হলেও বাকি দুটি ইউনিট বেলা ১১টা পর্যন্ত চালু করা যায়নি। ফলে জাতীয় গ্রিডে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কম যাচ্ছে।