নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মাঠে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেট নিয়ে হয়েছেন অনন্য এক কীর্তির মালিক। তবে দেশের হয়ে ঔজ্জ্বল্য ছড়ালেও বিদেশী লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেনি তার। মঙ্গলবার এবিষয়েও একটি শুভ বার্তা পেয়েছেন সাকিব। তার উপর বিদেশী লিগে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হতে পারে এমন আভাস দিয়েছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
এবিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিবের আচরণে পুরোপুরি সন্তুষ্ট বিসিবি। তাই বিদেশি ক্রিকেটে খেলার অনুমতি চেয়ে আবেদন করলে সাকিবকে ফেরানো খুব কঠিন হবে।’
গত ৭ জুলাই ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করে বিসিবি। দেশের বাইরের লিগে নিষেধাজ্ঞা ছিল ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত। পরে ২৬ আন্তর্জাতিক ক্রিকেটে তার খেলার উপর আরোপিত নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। তবে তখন কমানো হয়নি দেশের বাইরের লিগে খেলার নিষেধাজ্ঞা।
বিদেশী লিগে খেলার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে আবারও কলকাতা নাইট রাইডারর্সের হয়ে খেলতে পারবেন বিশ্ব সেরা অল রাউন্ডার। পাশাপাশি ফিরতে পারবেন অন্যান্য বিদেশী লিগেও।