নিজ দেশের ক্রিকেট বোর্ড অনুমতি দিলে নিষেধাজ্ঞার আওতায় থাকা খেলোয়াড়রা ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে পারবে। ৎ
দুবাইতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি’র এক বৈঠকে দুর্নীতিবিরোধী একটি আইন সংশোধিত হয়। এর পরিপ্রেক্ষিতেই নিষিদ্ধ ক্রিকেটারদের জন্য এমন সম্ভাবনা তৈরি হলো।
আইসিসির এক ব্যাখ্যায় বলা হয়, নিষিদ্ধ কোনো ক্রিকেটার তার সাজার মেয়াদ শেষ হওয়ার আগে ঘরোয়া কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে এ বিষয়ে আইসিসির দুর্নীতিবিরোধী বোর্ডের চেয়ারম্যান স্যার রনি ফ্ল্যাঙ্গন ও সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মতৈক্য থাকতে হবে। একই সঙ্গে আইসিসির অনুমোদনেরও প্রয়োজন লাগবে।