এসএমই ফিন্যান্সিং ফেয়ার -২০১৪ শুরু বুধবার

এসএমই ফিন্যান্সিং ফেয়ার -২০১৪ শুরু বুধবার

sme‘এসএমই ফিন্যান্সিং ফেয়ার-২০১৪’ শীর্ষক দুই দিনব্যাপী এসএমই মেলা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। মেলা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম।

বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী অবুল মাল আবদুল মুহিত। মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় মোট ৪২টি ব্যাংক ও ১৬টি আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন এসএমই ঋণ প্রকল্প প্রদর্শন করবে। এ ছাড়া এসএমই উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণী, ঋণ বিতরণ, ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগকরণ ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম বলেন, এসএমই ঋণের প্রসার ঘটাতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। যা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। মেলায় উদ্যোক্তারা উপস্থিত থাকবেন এবং তাদের পণ্য প্রদর্শন করবেন। সেখানে বিদেশি ক্রেতারাও উপস্থিত থাকবেন। তাদের পছন্দ হলে বিভিন্ন পণ্যের অর্ডারও দিতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের আরো বেশি সহায়তা করার জন্য এডিবির পক্ষ থেকে একটি ফান্ড পাওয়া গেছে। যা এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে ব্যয় হবে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ইহসানুল করিম বলেন, বর্তমানে সারা বিশ্বে এসএমই বিপ্লব চলছে। এ খাতের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, বাংলাদেশে মোট ৩ কোটি বেকার মানুষ আছে।  আমরা যদি এসএমই ঋণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে পারি তবে বাংলাদেশ থেকে এ বেকারত্ব লাঘব করা সম্ভব হবে।

অর্থ বাণিজ্য