কর্মসংস্থান নিজেদেরকে সৃষ্টি করতে তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কর্মসংস্থান নিজেদেরকে সৃষ্টি করতে তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

hasina21কর্মসংস্থান নিজেদেরকে সৃষ্টি করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো মুখাপেক্ষী হয়ো না। নিজের পায়ে দাঁড়াতে হবে। একটা কিছু করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আজকে চাকরির জন্য যুবকরা দৌড়াদৌড়ি করে। আমরা চাই না চাকরির জন্য একটা যুবক এভাবে দৌড়াদৌড়ি করুক।

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আমি চাই তোমরা নিজেই উদ্যোক্তা হবে। নিজেই একটা কিছু করবে। কারো মুখাপেক্ষী হবে না। ইচ্ছা থাকলে সব পারা যায়। তোমাদের আত্মবিশ্বাসী হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা প্রযুক্তি পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ছেলেমেয়ের উদ্যেক্তা করে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।

দেশব্যাপী প্রযুক্তির প্রসারে সরকারের কার্যক্রম তুলে ধরেন শেখ হাসিনা বলেন, আ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন ৪ হাজার ৫৪৭টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার রয়েছে। এ ছাড়াও ৩২১টি পৌরসভা ও ১১টি সিটি করপোরেশনের ৪০৭টি ওয়ার্ডে রয়েছে ডিজিটাল সেন্টার।

এসব কেন্দ্র থেকে ৬০ ধরনের সেবা নিতে পারছেন নাগরিকরা বলেও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ