ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনার গ্রেফতারকৃত জঙ্গি নেতা শেখ রহমতউল্লাহ ওরফে মাসুম সাজিদের ভাই মোঃ মোনায়েম ফরায়েজীকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ের (র্যাব) সদস্যরা। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফরাজিকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বর্ধমানের বিস্ফোরণের সঙ্গে মোনায়েমের কোনো সম্পর্ক আছে কিনা তা জানতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমানে বোমা বিস্ফোরণের আগে সাজিদের সঙ্গে মোনায়েমের মোবাইল ফোনে কথপোকথন হয়েছিল। এ ছাড়া সাজিদ যে বোমা হামলার পরিকল্পনা করেছিল সে ব্যাপারে মোনায়েম আগে থেকে জানতেন।
এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার ঘটনায় বাংলাদেশে যে কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছে তাদের তদন্ত করতে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) টিম মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় আসার খবর পাওয়া যায়নি।
৭ সদস্যের এই টিম দিল্লি থেকে ঢাকায় আসার কথা। এর আগে গত সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসব্রিফিং করে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি তদন্ত করতে ভারতীয় এনআইএ টিম ঢাকায় আসবে।