মাত্র ১০ হাজার টাকার কাছাকাছি মূল্যের স্মার্টফোন বাজারে আনল মাইক্রোসফট। ফোনটি এ মাস থেকেই পাওয়া যাবে বাংলাদেশ, চীন ও হংকংয়ে।
মঙ্গলবার নোকিয়া লুমিয়ার বদলে মাইক্রোসফট বাজারে আনার ঘোষণা দিয়েছে ‘মাইক্রোসফট লুমিয়া ৫৩৫’।
এ ফোন বাজারে আনার মাধ্যমেই নোকিয়ার ব্রান্ড ব্যবহার চূড়ান্তভাবে ছেড়ে দিল মাইক্রোসফট।
নতুন এ স্মার্টফোন সিঙ্গেল সিম ও ডুয়াল সিমে পাওয়া যাবে। জানা গেছে, ফোনটির দাম হবে ১১০ ইউরো বা প্রায সাড়ে দশ হাজার টাকা।
৫ ইঞ্চি ডিসপ্লের এ ফোনে আছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ১ জিবি র্যাম, ৮ জিবি বিল্ট ইন স্টোরেজ, যা এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
পাওয়া যাবে লুমিয়ার অন্যান্য হ্যান্ডসেটের মতোই বিভিন্ন রঙে।