ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী, সিএসইতে নিম্নমুখী

ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী, সিএসইতে নিম্নমুখী

share bazar7সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সূচক নিম্নমুখী রয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্র মতে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেঙ (এঙ) সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২২ পয়েন্টে, ডিএসই এস (শরীয়াহ) সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫০ এবং ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৬ পয়েন্টে এসেছে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত থাকে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৭৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে বেলা ১১টা ১ মিনিটে  চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১০ পয়েন্ট  কমে ৯ হাজার ২৬২ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৫টির এবং  অপরিবর্তিত থাকে ১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অর্থ বাণিজ্য