শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, নারীদের পাশাপাশি পুরুষদেরও বন্ধকহীন ঋণ দেওয়া হবে।
বরিশালে ১০২ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাকে ঋণ দেওয়া উপলক্ষে এক ভিডিওকনফারেন্সে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
মঙ্গলবার বরিশালে প্রথম বারের মতো অনুষ্ঠিত এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলনে ৩৪টি ব্যাংক মোট ৮ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা ঋণ সহায়তা দেয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারর্সন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু স্থায়ী কমিটির সভায় অংশ নেওয়ার কারণে সম্মেলনে উপস্থিত থাকতে না পারায় এক ভিডিওকনফারেন্সে দুঃখ প্রকাশ করে শিল্পমন্ত্রী পুরুষদেরও বন্ধকহীন ঋণ দেওয়ার কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের সব ব্যাংক এসএমই খাতের মাধ্যমে নারীদের বন্ধকহীন ৭ থেকে ২৫ লাখ টাকা ঋণ দিয়ে থাকে। একইভাবে এই ঋণ ব্যবস্থা পুরুষদের মধ্যেও সম্প্রসারণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘অনেক ব্যাংক কর্মকর্তা এসএমই সম্পর্কে অবগত নন। তাদের এসএমই সম্পর্কে জানতে হবে। কারণ, বর্তমান সরকার এসএমই খাতকে অগ্রাধিকার ভিত্তিতে গুুরুত্ব দিচ্ছে। এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তাদের সচেতন করতে হবে।’
এজন্য সব ব্যাংকে মতবিনিময় সভা ও উদ্বুদ্ধকরণ সভাসহ প্রচার প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানান শিল্পমন্ত্রী।
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন) উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন ভিডিওকনফারেন্সে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এসএমই খাতকে এগিয়ে নিতে হবে। এজন্য বরিশালে এসএমই ফাউন্ডেশনের একটি কার্যালয় করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলনে মন্ত্রীর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল সিটি মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন।
তিনি বলেন, ‘২০০৭ সাল থেকে এসএমইর কার্যক্রম শুরু হলেও এর কোনো ভূমিকা ছিল না। ২০০৯ সাল থেকে বর্তমান সরকার এসএমই কার্যক্রম জোরদার করেছে।’
তিনি আরও বলেন, ‘বরিশাল নগরীতে বেশ কয়েকটি কলোনি রয়েছে। সেখানে বসবাসকারী মানুষ কিছু একটা করতে চায়।’ তাই, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মো. আবুল কাসেম বলেন, ‘দেশের সবাইকে ব্যাংকি সেবা দেওয়ার জন্য মাত্র ১০ টাকায় হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। ঋণদান ব্যবস্থা অনেক সহজ করা হয়েছে।’
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাওয়ানুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য, কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, এসএমই উদ্যোক্তা, স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নারী উদ্যোক্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং ট্রেডবডির নেতারাসহ প্রায় ৭শ প্রতিনিধি উপস্থিত ছিলেন।