আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

nurhossainআজ ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন ও রাজপথে লড়াই করতে গিয়ে সামরিক জান্তার বুলেটের আঘাতে নূর হোসেন শহীদ হন। ঘটনার দিন তিনি বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। তার আত্মত্যাগ স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। নূর হোসেনের রক্তের বিনিময়ে ’৯০-এ স্বৈরাচার এরশাদের পতন হলেও এখনও পর্যন্ত তার হত্যার বিচার হয়নি। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কর্মসূচি নিয়েছে।

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশবাসীকে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,  বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বাণীতে বলেন, গণতন্ত্র পুণরুদ্ধারের সংগ্রামে শহীদ নুর হোসেন আমাদের প্রেরণা। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নুর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে বুকে পিঠে ’গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে নেমে এসেছিলেন নুর হোসেন। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কন্ঠকে স্তব্ধ করে দিতে স্বৈরশাসকের বন্দুক গর্জে উঠেছিলো।  কিন্তু যে স্বপ্ন নিয়ে নুর হোসেন জীবন উৎসর্গ করে ছিলেন, তার সে স্বপ্ন আজো সফল হয়নি।

খালেদা জিয়া বলেন, ৯০-এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে। এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে। আমাদেরকে যে কোনো মূল্যে স্বৈরাচারী শক্তির এ চক্রান্ত রুখে দিতে হবে।

তিনি বলেন, নূর হোসেনের দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ শীর্ষ খবর