নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৪ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকিয়া পারভীন সোমবার আসামির জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন।
আলালের পক্ষে এ্যাডভোকেট তহিদুল ইসলাম জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৫ অক্টোবর মোহাম্মদপুরে আলালের বাসা থেকে আলালসহ সংগঠনটির ৬৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই দিন রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।