মানবতাবিরোধী অপরাধে আরো তিনজনের বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধে আরো তিনজনের বিচার শুরু

tribunalমানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের আব্দুল লতিফ তালুকদার, শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে সাত অভিযোগে অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।  একই সঙ্গে আগামী দুই ডিসেম্বর এ বিষয়ে রাষ্ট্রপক্ষের সসূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করেছে আদালত।

আজ বুধবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। অভিযোগ গঠনের ওপর উভয়পেক্ষের আইনজীবীদের শুনানি শেষে গত ২০ অক্টোবর আদেশের জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন।

আদালতে আসামি খান আকরাম ও লতিফ তালুকদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মীর সরোয়ার হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সাইয়েদুল হক সুমন উপস্থিত ছিলেন। আর সিরাজ মাস্টারের পক্ষে আইনজীবী ছিলেন, আবুল হাসান।

আসামিপক্ষের আইনজীবীরা মক্কেলদের নির্দোষ দাবি করে তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন।  এর আগে গত ৩০ সেপ্টেম্বর এ মামলায় আসামিপক্ষের শুনানির জন্য সময় পিছিয়ে আজ দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। গত ১৫ সেপ্টেম্বর এ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১।

গত ১৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে প্রসিকিউটর সায়্যেদুল হক সুমন ও শেখ মুশফিক কবির তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন।

মানবতাবিরোধী অপরাধে সিরাজ মাস্টারের বিরুদ্ধে ছয়টি এবং আব্দুল লতিফ ও খান আকরামের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছে।

তদন্ত চূড়ান্ত করে গত ২৫ আগস্ট এ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন বরাবর দাখিল করে তদন্ত সংস্থা। এদের বিরুদ্ধে ৯টি খণ্ডে মোট ৮৪৪ পৃষ্ঠার ডকুমেন্ট তৈরি করা হয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে জানায় তদন্ত সংস্থা।

বাংলাদেশ শীর্ষ খবর