আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন লাদেন

আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন লাদেন

অ্যাবোটাবাদের বিশেষ বাড়িতে লুকিয়ে থাকার সময় ওসামা বিন লাদেন নিয়মিতই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস এজেন্সির (আইএসআই) সঙ্গে যোগাযাগ রক্ষা করতেন। পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআইয়ের জ্যেষ্ঠ ও মধ্যম সারির কর্মকর্তারা তাঁর অবস্থান সম্পর্কে জানতেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটফরের ফাঁস হয়ে যাওয়া ই-মেইলবার্তায় এই দাবি করা হয়েছে। লাখ লাখ মার্কিন গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস গত সোমবার স্ট্র্যাটফরের ৫০ লাখের বেশি ই-মেইলবার্তা প্রকাশ শুরু করে।
স্ট্র্যাটফরের ফাঁস হওয়া একটি ই-মেইলবার্তায় বলা হয়, ‘একজন পাকিস্তানি জেনারেলসহ মধ্যম সারি থেকে জ্যেষ্ঠ সেনাসদস্য ও আইএসআইয়ের কর্মকর্তারা নিরাপদ বাড়িটিতে ওবিএলের (ওসামা বিন লাদেনের) অবস্থান সম্পর্কে জানতেন।’ স্ট্র্যাটফরের গোয়েন্দা কার্যক্রমবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফ্রেড বার্টন তাঁদের দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালককে গত বছরের ১৩ মে এই বার্তাটি পাঠান। এর মাত্র কয়েক দিন আগে ২ মে মার্কিন বিশেষ বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদের ওই বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে।
বার্টন ই-মেইলবার্তায় এই তথ্যের সূত্রের নাম প্রকাশ করেননি। তবে বলেছেন, পাকিস্তানে তাঁর সূত্রের মাধ্যমেই তিনি এই তথ্য পেয়েছেন। ই-মেইলবার্তায় তিনি দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআইয়ের এক ডজনের কম কর্মকর্তা লাদেনের অবস্থানের তথ্য জানতেন।
বার্টন স্ট্র্যাটফরের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় পরিচালক কামরান বোখারিকে ই-মেইলবার্তায় জানান, তাঁর সূত্র ওই কর্মকর্তাদের নাম তাঁকে দেয়নি। তবে আমেরিকার গোয়েন্দা সংস্থা তাঁদের নাম-পদবি সবই জানে।
স্ট্র্যাটফরের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে আদান-প্রদান হওয়া ওই ই-মেইলবার্তায় মন্তব্য করা হয়, বিন লাদেনকে হত্যার পর ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত সংলাপে এই তথ্য হাজির করতে পারত ওয়াশিংটন।
ই-মেইলবার্তাগুলোর একটিতে বলা হয়েছে, অ্যাবোটাবাদে লাদেনের ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া কাগজপত্রের মাধ্যমেই এসব তথ্য পেয়েছে স্ট্র্যাটফর।
মার্কিন কর্মকর্তারা সব সমই বলে আসছেন, ইসলামাবাদের এত কাছাকাছি একটি শহরে লাদেন লুকিয়ে ছিলেন আর আইএসআই সেটা জানে না, তা হতে পারে না। তবে পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইকোনমিক টাইমস।

আন্তর্জাতিক