পালিত হচ্ছে পবিত্র আশুরা

পালিত হচ্ছে পবিত্র আশুরা

asuraধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল ও সভা-সমাবেশের মাধ্যমে শোকানুষ্ঠান পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আশুরা উপলক্ষে সোমবার মধ্য রাতে রাজধানীর হোসেনী দালান এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করেছে শিয়া সমপ্রদায়।

রাত ২টার দিকে ইয়া হোসেন ইয়া হোসেন এই ধ্বনিতে হোসেনী দালান এলাকা থেকে আরবী লেখায় সজ্জিত বিভিন্ন রংয়ের পতাকা নিয়ে মিছিল বের করে শিয়া সমপ্রদায়। ঘোড়ার গাড়ী আর শিশু আসগরের প্রতীকী দোলনার মাধ্যমে স্মরণ করা হয় ৬১ হিজরির ফোরাত নদীর তীরের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। তাজিয়া মিছিলটি বিভিন্ন গজল গেয়ে নিজাম উদ্দিন রোড দিয়ে লালবাগ হয়ে আবার হোসেনি দালানে ফিরে যায়।

একই রাতে রাজধানীর পল্টন এলাকা থেকেও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করেন শিয়া সমপ্রদায়ের লোকজন।

এদিকে আশুরা উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি, লালবাগ ও নিউমার্কেট এলাকায় বড় তাজিয়া মিছিলটি বের হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য,  আজ ১০ মহররম। পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম উম্মাহর কাছে একটি অতিমর্যাদা সম্পন্ন দিন। মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবী সৃষ্টি করেছিলেন। ১৩৭৫ বছর আগে হিজরি ৬১ সালে এই দিনে কারবালা প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের বিয়োগান্তক ঘটনা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশ শীর্ষ খবর