একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে আসা হয়।
জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে জামায়াত নেতা কামারুজ্জামানকে নিয়ে প্রিজনভ্যান ঢাকার পথে রওনা হয়।
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
এর আগে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তার মৃত্যুদণ্ডাদেশ দেন।