তামিমের পর সাকিবেরও সেঞ্চুরি

তামিমের পর সাকিবেরও সেঞ্চুরি

sakib sবাংলাদেশ ও জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তামিম ইকবালের সেঞ্চুরির পর শতরান পূর্ণ করলেন সাকিব আল হাসানও।

১২৯ রানে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান। ১৫৬ বলে করেন এই সেঞ্চুরি। অপর প্রান্তে রয়েছেন শুভাগত হোম। তিনি ৭ রানে অপরাজিত রয়েছেন।

খুলনা টেস্টে দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩৭ ওভারে ৫ উইকেটে ৩৬৩ রান। ১১ রান করে আউট হয়েছেন অধিনায়ক মুশফিক।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। তামিম ৭৪ এবং সাকিব ১৩ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেন। তামিম ৩১২ বল মোকাবিলায় ১০টি চারের মারের সাহায্যে শতরান করেন।

প্রথম দিন সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

প্রথম দিন জিম্বাবুয়ের বোলাররা বাংলাদেশের ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।

শামসুর রহমান ২ রান করে চিগুম্বুরার বলে এলবিডব্লিউ হয়ে সাঝঘরে ফেরেন। এরপর মুমিনুল হক ৩৫ রানে করে পানিয়াঙ্গার বলে রির্টান ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ বিকালে ৫৬ রান করে পানিয়াঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম টেস্টের দল থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার আল আমিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলে হয়েছে তিনটি পরিবর্তন।

৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশে তৃতীয় ও শেষ টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

খেলাধূলা