ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী নিয়মিত ‘স্বাস্থ্য পরীক্ষার’ জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। গতকাল মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র জনার্দন দ্বিবেদী এ কথা জানিয়েছেন।
গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে সোনিয়ার শরীরে অস্ত্রোপচার করা হয়। এ জন্য তিনি পাঁচ সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। তবে কী কারণে ওই অস্ত্রোপচার হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ওই মুখপাত্র জানান, আগস্টে চিকিৎসা নেওয়ার পর যুক্তরাষ্ট্র সফর কংগ্রেসনেত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার একটি অংশ মাত্র। চার থেকে পাঁচ দিনের মধ্যেই তাঁর নয়াদিল্লি ফেরার কথা।
কংগ্রেসের একটি সূত্র জানায়, সোনিয়া গত সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। তবে তাঁর স্বাস্থ্য পরীক্ষার ধরন সম্পর্কে কিছু জানানো হয়নি। সূত্র আরও জানায়, সফর সংক্ষিপ্ত হওয়ায় সোনিয়ার অবর্তমানে দলের কার্যক্রম দেখাশোনার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
অস্ত্রোপচারের পর গত অক্টোবরে সোনিয়া প্রথমবারের মতো জনসম্মুখে আসেন। এর দুই মাস পর তিনি প্রথমবারের মতো জনসভায় ভাষণ দেন।
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে নেহরু-গান্ধী পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি সময় ধরে ভারত শাসন করেছেন। এই পরিবারের তিন সদস্য ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।