মনের হতাশা আর দুঃখে পুরো ক্রিকেট থেকেই মাঝপথে একবার বিদায় নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। ভারতীয় জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার সময় একবার এ সিদ্ধান্তের কথা ভেবেছিলেন তিনি। নিজের লেখা আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ গ্রন্থে এ বিষয়টি জানান দিচ্ছেন ক্রিকেট মহাতারকা।
আগামী ৬ নভেম্বর প্রকাশ পাবে শচীন টেন্ডুলকারের এ আত্মজীবনী। বইতে শচীন লিখেছেন, ‘‘আমি হারকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর দলের অধিনায়ক হিসেবে এর দায়ভার আমার উপরই পড়ে।আমি আমার শেষটুকু দিয়ে চেষ্টা চালিয়েছিলাম।কিন্তু কিছুতেই সফল হচ্ছিলাম না।’’
শচীনের সে সময়টা ছিল ১৯৯৭ সালের ৩১ মার্চের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই টেস্ট ড্র করার পর তৃতীয় ম্যাচে ভারত অনেকটা জয়ের পথেই ছিল। কিন্তু ১২০ রান তাড়া করতে গিয়ে ৮১ রানেই গুটিয়ে যায় ভারত। কেবল ভিভিএস লক্ষ্মণই দুই স্কোরের রান করার সুযোগ পান।
শচীন বলেন, ‘‘আমার অধিনায়কত্বের ক্যারিয়ারে ১৯৯৭ সালের ৩১ মার্চের ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের দিনটা ছিল কালো দিনের মতো।’’-টাইমস অব ইন্ডিয়া।