রিটেনের সানডে টাইমস পত্রিকার আহত ফটো সাংবাদিক পল কনরয়কে সিরিয়ার হোমস শহর থেকে উদ্ধার করে লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাকে হোমস শহরের বাবা আমের জেলা থেকে সরকার বিরোধি এবং তাদের সাহায্য করা কিছু সেনা সদস্য উদ্ধার করে লেবাননে নিয়ে যায় নিশ্চিত করেছে তার বাবা লেস।
কিন্তু পলের সাথে থাকা আরেক ফ্রেঞ্জ সাংবাদিক এডিথ বওভিয়ারের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গত বুধবার সরকারি বাহিনীর হামলায় তারা আহত হন। এছাড়া তাদের অন্য দুই সহকর্মী আমেরিকান সানডে টাইমসের মেরি কোলভিন ও ফ্রেঞ্জ ফটো সাংবাদিক রিমি ওখলিক ওই হামলায় নিহত হয়।
গত সোমবার সিরিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিলো তারা বাবা আমের থেকে একজন গর্ভবতি মহিলা, তার স্বামী ও ছোট্ট একটি আহত মেয়েকে উদ্ধার করেছে। তবে তারা সেখান থেকে কোন বিদেশি সাংবাদিকদের উদ্ধার করতে অসমর্থ হয়।
এদিকে মঙ্গলবারেও হোমস শহরে সরকারি বাহিনী বিরোধিদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। অবশ্য আসাদ সরকার শহরটিতে চলমান রক্তপাত বন্ধে বিরোধিদের সাথে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে জেনেভায় সিরিয়ার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার সংস্থার জরুরি বৈঠকের জন্যই আসাদ সরকার এ পদক্ষেপ নিলো।