প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তারাই একদিন প্রধানমন্ত্রী হবে, পাইলট হবে। তারাই দেশ চালাবে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় শেখ রাসেলের ৫০তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে। বিশ্বের এক নম্বর স্থানে তারা যাবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ছেলেমেয়েদের বিনা মূল্যে বই দিচ্ছি। ছেলেমেয়েদের বৃত্তি, উপবৃত্তি দিচ্ছি। শিশুদের অধিকার সুরক্ষিত থাকবে। প্রতিবন্ধী শিশুদের জন্য পরীক্ষায় বাড়তি সময় দেওয়া হয়েছে। তারা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে আনছে।