নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার গভীররাতে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল রাস্তার রেজির মোড়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে নাটোর সদর হাসপাতালে আহতদের দেখতে যান। সেখানে তিনি আহত ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ-খবর নেন।
মন্ত্রী বলেন, ‘যারা আহত হয়েছেন তাদের সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসা দেয়া হবে।
সড়ক দুর্ঘটনার সংবাদ শুনে রাতেই মন্ত্রী নাটোরে ঘটনাস্থলে যান। হাসপাতাল থেকে বেরিয়ে মন্ত্রী নাটোরের গুরুদাসপুরের সিধূলী গ্রামে যান। সেখানে একই গ্রামের ১২ জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে ফিরে মন্ত্রী টাঙ্গাইলে রাত্রীযাপন করেন।
সোমবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কেয়া পরিবহনের একটি বাস ও স্থানীয় অথৈ পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছেন।