সরকারের মদদে নয়াপল্টনে বোমা হামলা: মির্জা ফখরুল

সরকারের মদদে নয়াপল্টনে বোমা হামলা: মির্জা ফখরুল

fakrul1বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোববার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা হামলার  ঘটনায় সরকারের মদদ ছিল। ওই দিন পুলিশ কোনো ভূমিকাই পালন করেনি। এতে ওই ঘটনায় সরকারের মদদের বিষয়টি পরিস্কার হয়ে যায়।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে  ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওই বোমা হামলায় আমাদের ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন। তখন তো সেখানে কোন পুলিশকে দেখা যায়নি। আর আজকে যখন ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়েছে, তখন পুলিশ তাদেরকে আটক করে তুলে নিয়ে যাচ্ছে।’

সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘এ সরকার দুর্নীতিবাজ সরকার। পুলিশ বাহিনীকে সরকার নিজস্ব বাহিনীতে পরিণত করেছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যত অনিয়ম আছে সরকার একে একে সব করে যাচ্ছে। সরকার নির্যাতন-নিপীড়ন করে টিকে থাকতে চায়। দেশ বাঁচানো স্বার্থে তাদের হটাতে হবে।’

তিনি বলেন, ‘এ অবৈধ সরকারকে হটাতে আন্দোলনের বিকল্প নেই। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

রাজনীতি