লিমনের ঘটনায় দোষী র‌্যাব সদস্যদের বিচার দাবি

লিমনের ঘটনায় দোষী র‌্যাব সদস্যদের বিচার দাবি

limonর‌্যাবের দায়ের করা সব মামলা থেকে ঝালকাঠির লিমন হোসেনকে অব্যাহতি দেয়ায় সন্তোষ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে লিমনকে গুলি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা র‌্যাব সদস্যদের বিচারেরও দাবি জানানো হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটি নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে এসব দাবি জানায়।বিবৃতিতে এইচআরডব্লিউয়ের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বাংলাদেশি কর্তৃপক্ষ লিমনকে সব মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছে এটা ভালো খবর। যদিও কোন মামলায় লিমনের নাম জড়ানোর কারণও ছিল না।’

 
ব্র্যাড আরো বলেন, ‘যার গুলিতে লিমনকে বরণ করতে হল আজীবন পঙ্গুত্ব ও যিনি মিথ্যা মামলা দায়ের করে বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন- বাংলাদেশ সরকারের উচিত সেই র‌্যাব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।’
 
এজন্য সরকারকে একটি স্বাধীন তদন্তের ব্যবস্থা করারও আহ্বান জানানো হয়েছে এইচআরডব্লিউয়ের পক্ষ থেকে।বিবৃতিতে আরো বলা হয়, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির একটি গ্রামে অভিযান চালায় র‌্যাব। সন্ত্রাসী সন্দেহে পায়ে অস্ত্র ঢেকিয়ে সেদিন লিমনকে গুলি করা হয়। চারদিন পর জীবন বাঁচানোর তাগিদে কেটে ফেলা হয় লিমনের গুলিবিদ্ধ পা। শুরুতে র‌্যাবের মহাপরিচালক বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে অভিহিত করেন। দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন সুষ্ঠু তদন্তের এবং জানান, তদন্তে লিমনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
 
তারপরও পুলিশ জড়িত র‌্যাব সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। বরং লিমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দুটি মামলা করা হয়।
 
২০১১ সালের ১০ এপ্রিল এ ঘটনায় ৬ র‌্যাব সদস্যকে অভিযুক্ত করে লিমনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। কিন্তু ১৪ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি বলে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
 
এদিকে বিভিন্ন মহলের জোরালো দাবির মুখে গত বছরের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা দুটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ওই বছরের ২৯ জুলাই অস্ত্র মামলা ও চলতি বছরের ১৬ অক্টোবর সরকারি কাজে বাধা দেয়ার মামলা থেকে অব্যাহতি পান লিমন।
বাংলাদেশ