অস্কার পিস্টোরিয়াসের ৫ বছর কারাদণ্ড

অস্কার পিস্টোরিয়াসের ৫ বছর কারাদণ্ড

oskar pistoriyaপ্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে ‘অনিচ্ছাকৃত’ হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে অস্ত্র আইনে তাকে আরো তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দেয়া হয়।
 
আজ মঙ্গলবার প্রিটোরিয়ার বিচারক থোকোজিল মাসিপা পিস্টোরিয়াসের এই সাজার রায় দেন।
 
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মডেল প্রেমিকা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। এ বিষয়ে দায়ের হওয়া মামলায় গত মাসে পিস্টোরিয়াস দোষী সাব্যস্ত হন। তবে বিচারক তাকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেন।
 
বিশ্বের ‘পা বিহীন দ্রুততম মানব’ হিসেবে পরিচিত ২৭ বছর বয়সী পিস্টোরিয়াসের দাবি, আত্মরক্ষার্থে তিনি গুলি চালিয়েছিলেন। তার গুলিতে বাথরুমে থাকা স্টিনক্যাম্প ঘটনাস্থলে মারা যান। পরে বাথরুম থেকে মাথা, বাহু ও নিতম্বে গুলিবিদ্ধ স্টিনক্যাম্পের লাশ উদ্ধার করে পুলিশ। সূত্র: বিবিসি
খেলাধূলা