মার্চে কলকাতা সফরের একটি আমন্ত্রণ পেলেও তা গ্রহণ করা নিয়ে দোলাচলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ১০ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি হয়ে সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ রয়েছে তার।
তবে মন্ত্রীর কলকাতায় যাওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘মন্ত্রী কলকাতা যাবেন সেটা ফেব্রুয়ারি মাসের শুরুতেও নির্ধারিত ছিল। তবে তার মালদ্বীপ ও লন্ডন সফর শেষে দেশে ফেরার পর আগের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হতে পারে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বাংলাদেশ ও ভারতের আলোকচিত্র শিল্পীদের বঙ্গবন্ধুকে নিয়ে একটি যৌথ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করতে দীপু মনিকে প্রধান অতিথি হিসেবে গত জানুয়ারিতেই আমন্ত্রণ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘মমতা ব্যানার্জিসহ তিস্তা সম্পর্কিত কিছু বিষয় জড়িত থাকায় এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর কলকাতা না যাওয়ারই সম্ভাবনা বেশি।’
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবীর বাংলানিউজকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত সূচি রয়েছে। দেশে ও দেশের বাইরে তার আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।’
তিনি বলেন, ‘কলকাতা যাওয়ার ব্যাপারে তাই এখনও হ্যাঁ বা না বলার মতো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে আমি জানি।’
২০১১ সালে ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে দুই দফা কলকাতায় যান দীপু মনি।
২২ ফেব্রুয়ারি বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি উন্মোচন এবং ১৫ নভেম্বর মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।