লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

latifহজ ও মহানবী সা. সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আরেক মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম নিগার সুলতানা সূচনা মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিাযোগে লায়ন মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে গত ২ অক্টোবর সিএমএম আাদালতে মামলাটি করেছিলেন। ওই দিন আদালত আসামিকে হাজির হওয়ার জন্য সময় বেধে দিয়ে সমন জারি করেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আজ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন গোলাম গাউস আবু বকর সিদ্দিক।

প্রসঙ্গত, এর আগে আইনজীবী শাহ আলমের দায়ের করা এক মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ঢাকার আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা দায়ের করা হয়েছে।

রাজনীতি