১৪ দলের মানববন্ধন কর্মসূচির সময় পরিবর্তন হতে পারে

১৪ দলের মানববন্ধন কর্মসূচির সময় পরিবর্তন হতে পারে

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ঘোষিত আগামী ১১ মার্চের মানববন্ধন কর্মসূচি পরিবর্তন হতে পারে। আগামী ১২ মার্চ বিরোধী দল বিএনপির কর্মসূচির পর ১৪ দলের এ কর্মসূচি দিতে চান জোট নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী ১৩ বা ১৪ মার্চ এ কর্মসূচি আয়োজনের পক্ষে মতামত দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকের পর শেখ হাসিনার এই মতামতের বিষয়টি জোট নেতাদের জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে ১৪ দল নেতারা যাওয়ার সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সেখানে আসেন।

সূত্র জানায়, তিনি শেখ হাসিনার এই মতামতের কথা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ জোট নেতাদের জানান।

কিন্তু রাশেদ খান মেনন পূর্ব ঘোষিত সময়েই কর্মসূচি পালন করা উচিত বলে মত দিয়েছেন বলে জানা গেছে। তবে যেহেতু বৈঠক শেষ হয়ে যাওয়ার পর বিষয়টি উপস্থাপিত হয় তাই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে বিষয়টি আলোচনা করা হবে বলে জানা গেছে।

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা ও দুর্নীতিবাজদের বিচারের দাবিতে এ মানবনন্ধন কর্মসূচি নেওয়া হয়।

এদিকে ১৪ দলের বৈঠকের শুরুতে গত শনিবার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যের সামালোচনা করেন জোটের নেতারা।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগকে ছাড়া ১৪ দলের শরিকদের অনানুষ্ঠানিক বক্তব্যের পর দিলীপ বড়ুয়া এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া বলেছিলেন, ‘জোট নেত্রীকে (শেখ হাসিনা) একা করার ষড়যন্ত্র চলছে।’

তার এই বক্তব্য নিয়ে ১৪ দলের বৈঠকে হালকা বাক-বিতণ্ডা শুরু হলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘এটা এসএ খালেকের মতো বক্তব্য হয়ে গেছে।’

এর পর জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল বলেন, ‘হার্ড (শক্ত) শব্দ ব্যবহার করা হয়েছে। এ ধরণের শব্দ ব্যবহার করা ঠিক না। আমরা নিজেদের মধ্যে অনেক সময় তো অনেক বিষয়য়ে আলোচনা করে থাকি। সেটা নিয়ে এ ধরণের মন্তব্য করা ঠিক হয়নি।’

এ সময় তোফায়েল আহমদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কথা বললে সমস্যা তৈরি হতে পারে।’

রাশেদ খান মেনন এ সভায় এসব বিষয় নিয়ে আলোচনা না করে সভার এজেন্ডা নিয়ে আলোচনার আহ্বান জানান। এসব বিষয় নিরয় পরে আলোচনা করা হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ