তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন

anowarতথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

সোমবার এম কে আনোয়ারের উপস্থিতিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

 
গত বছরের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে বইয়ের দোকানে আগুন দেওয়া হলে পুড়ে যায় কয়েকশ কোরআন শরিফ।
 
এ ঘটনার পরদিন সংবাদ সম্মেলন করে এম কে আনোয়ার বলেন, হেফাজতকর্মীরা নয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে।
 
পরে গণমাধ্যমে এ বক্তব্য প্রকাশিত হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাস মানহানি ও ধর্মীয়সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে ৭ মে তথ্যপ্রযুক্তি আইনে এম কে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন।
রাজনীতি শীর্ষ খবর