ভারতীয় ৩ টিভি চ্যানেল বন্ধে হাইকোর্টের রুল

ভারতীয় ৩ টিভি চ্যানেল বন্ধে হাইকোর্টের রুল

star jalsaভারতের স্যাটেলাইট টেলিভিশন স্টার জলসা, স্টার প্লাস ও জি-বাংলা চ্যানেল বাংলাদেশে কেন সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনটি করেন আইনজীবী শাহীন আরা লাইলী। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মো. এখলাস উদ্দিন ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ওরফে সাজু।

আবেদনে বলা হয়, বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে সম্প্রচার করা হয় না। তবে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশে অবাধ সম্প্রচারের ফলে দেশের যুবসমাজ ধ্বংসের সম্মুখীন। স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ‘পাখি’ চরিত্রে অভিনয়নকারীর মতো পোশাক ঈদের সময় কিনতে না পেরে বাংলাদেশে ইতোমধ্যে তিনজন আত্মহত্যা করেছে বলে পত্রিকায় খবর এসেছে।

বাংলাদেশ