কয়েকদিন বিরতির পর আবারো সীমান্তে গুলি বিনিময় করেছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার গুলি বিনিময়ের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ভারত কোনো কারণ ছাড়াই গুলি চালিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও কাশ্মিরের সীমান্ত এলাকায়।’’
এমাসের শুরুতেই দুই দেশের সীমান্ত এলাকায় গুলাগুলির ঘটনায় উভয়পক্ষে ২০ জন লোক নিহত হয়েছেন। এসময় সীমান্ত থেকে উভয়পক্ষের হাজার হাজার গ্রামবাসী পালিয়ে যায়।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা সরতাজ আজিজ ফোনে জাতিসংঘ মহাসচিব বান-কি মুনকে বলেছেন, ‘‘পাকিস্তান তার ইস্যুতে একতাবদ্ধ। যেকোনো আগ্রাসনের মোকবেলায় আমরা প্রস্তুত।’’- ডন।