যুদ্ধাপরাধীদের শাস্তি যেন রাষ্ট্রপতি ক্ষমা করতে না পারেন সেজন্য আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, কেবল যুদ্ধাপরাধীদের জন্য রাষ্ট্রপতির ক্ষমা বন্ধে আইন করা হবে। তবে এ আইন যেন সংবিধান পরিপন্থি রাষ্ট্রবিরোধী না হয় সেদিকে খেয়াল রাখা হবে।
আজ রোববার দুপুরে রাজধানীর বিয়াম ইনস্টিটিউটে ‘জুডিশিয়াল ম্যাডিয়েশন ফর স্কিল ট্রেনিং ফর অ্যাকটিভ জাজ’-এর কর্মশালা শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি জানান, জামায়াতের ব্যাপারে আগামী ২৭ তারিখের পর মন্ত্রিসভায় বৈঠকে সিদ্ধান্ত হবে।