ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন আমির খান

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন আমির খান

amir pদক্ষিণ এশিয়ায় ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন আমির খান। তার কাজ শিশুদের পুষ্টি সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। ৯ অক্টোবর নেপালে শুভেচ্ছাদূত হিসেবে আমিরের নাম ঘোষণা করা হয়।

অবশ্য নাম ঘোষণার আগেই কাজে নেমে পড়েছেন আমির। তিন দিনের সফরে নেপালে গেয়েছেন এই ৪৮ বছর বয়সী। ৭ অক্টোবর কাঠমান্ডুতে পৌঁছান তিনি। পরদিন কপিলাবস্তুর পাকাদি গ্রামে একটি স্বাস্থ্যশিবির পরিদর্শন করেন। এদিন গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতেও গিয়েছিলেন আমির।

আমির বলছেন, শুধু নারীরাই নন, পরিবারের প্রত্যেক সদস্যের উচিত অপুষ্টির বিরুদ্ধে সংগ্রাম করা। সবাই সংঘবদ্ধ হয়ে লড়াই করলে, দেশ থেকে অপুষ্টি দূর করা সম্ভব।

বিনোদন