বিশিষ্ট্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, টেলিভিশন টক-শোর জনপ্রিয় ব্যক্তিত্ব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
জানা যায়, ভোর ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে ড. পিয়াস করিমকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এন্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ ২দিনের জন্য স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. পিয়াস করিমের ৩ বোন যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে থাকেন। তাদের আসতে সময় লাগবে। সে হিসেবে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে কবে এবং কোথায় তাকে দাফন করা হবে।
এদিকে অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সকালে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া ড. পিয়াস করিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, তার মৃত্যুতে দেশ একজন মেধাবী শিক্ষককে হারিয়েছে। তিনি সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবা এডভোকেট এম এ করিম। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি পান অধ্যাপক ড. পিয়াস করিম।