মোদির সঙ্গে সাক্ষা করবেন জুকারবার্গ

Facebook-internet.org_1-e1412801971422
ঢাকা: বৃহস্পতিবার ভারতে আসছেন ফেসবুকের শ্রষ্ঠা মার্ক জুকারবার্গ। এদিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রথম ইন্টারনেট ডট ওআরজি সামিটে যোগ দিতে তিনি ভঅরতে আসছেন।

ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যায় ভারত দ্বিতীয়। এই পরিপ্রেক্ষিতে মোদির সঙ্গে জুকারবার্গের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ফেসবুক কীভাবে সরকারি কাজে ব্যবহার করা যায়, তা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হবে। এর আগে মোদি নির্বাচনী প্রচারে যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন তা দেখে উচ্ছসিত ফেসবুক কর্তারা। গত জুলাই মাসেই এদেশে ঘুরে গেছেন ফেসবুকের সিইও স্যান্ডবার্গ।

জুকারবার্গ বিশ্বের তৃতীয় ধনী সিইও। মাইক্রোসফট ও অ্যামাজনের পরই তার স্থান।

বিজ্ঞান প্রযুক্তি