তিন ক্যামেরার মোবাইল নিয়ে আসল এইচটিসি

ঢাকা: এইচটিসি এবার বাজারে আনতে যাচ্ছে তিন ক্যামেরাওয়ালা স্মার্টফোন।

নয়া এ ফোনের নাম এমএইট আই। চলতি মাসের ১৫ তারিখ থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হবে।

এতে আছে অ্যান্ড্রয়েডের ৪.৪.২ কিনক্যাট ভার্সন। স্ত্রিন পাঁচ ইঞ্চি। কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর ২.৫ গিগাহার্টজ, দু’জিবি র‍্যাম। ইনবিল্ট স্টোরেজ যথাক্রমে HTC-One-M8-Mini-Geliyorও ৩২ জিবি। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আছে দুটি চার মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা পাঁচ মেগাপিক্সেলের। এছাড়া থাকছে অত্যাধুনিক ফ্ল্যাশ সুবিধা। যার ফলে অন্ধকারেও ছবি তুলতে পারবেন গ্রাহকরা।

প্রাথমিকভাবে জানা গেছে, নয়া ফোনটির দাম পড়বে মাত্র ৪০ হাজার টাকা।

বিজ্ঞান প্রযুক্তি