বেতন-বোনাস দাবিতে তোবার শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও

বেতন-বোনাস দাবিতে তোবার শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও

bgme towerবেতন-বোনাস দাবিতে আজ শনিবার বেলা ১২টার দিকে তোবা গ্রæপের শ্রমিকরা পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবন ঘেরাও করেছে।

একই দাবিতে আগামী ১৫ অক্টোবর জাতীয় প্রেস কাবের সামনে সমাবেশ করবে তোবা শ্রমিক সংগ্রাম পরিষদ।

শনিবার দুপুরে তোবা গ্রæপ সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘেরাও কর্মসূচিতে মোশরেফা মিশু বলেন, সরকার ঘোষিত ২৮ সেপ্টেম্বরের মধ্যে মালিক দেলোয়ার হোসেন বেতন দেয়নি। তাই বিজিএমইএ ভবন ঘেরাও করেছি। শ্রমিকরা না খেয়ে থাকবে মালিকরা ঈদ করবে তা আর এ দেশে হতে দেবো না।  দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাবো।

এ সময় তোবার মালিক দেলোয়ারের জামিন বাতিল করে গ্রেফতারের আহ্বান জানান মিশু।

শ্রমিকরা জনান, তোবা গ্রুপের ৬-৭শ’ পোশাক শ্রমিককে দুই ঈদ বোনাস ও আগস্ট-সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

বাংলাদেশ