লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের

latif siddikiপবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটি দায়ের করা হয়।

ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এম এম আবেদ রাজার দায়ের করা মামলার শুনানি শেষ হয়েছে ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে।

অন্যদিকে রাজধানীর পূর্ব ইসলামবাগের চামড়া ব্যবসায়ী মোঃ বাদল মিয়া মামলা দায়ের করেন মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে। এই মামলার শুনানি পরে অনুষ্ঠিত হবে।

বাদল মিয়ার আইনজীবী গাজী মোস্তফা কামাল জানান, দণ্ডবিধির ২৯৫ ধারায় করা এ মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয়েছে মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে।

প্রসঙ্গদ, রবিবার স্থানীয় সময় বিকালে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্ক টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করেন। তার বক্তব্যের ভিডিও ক্লিপ দেশের একাধিক বেসরকারি টেলিভিশনেও তা প্রচার করা হয়।

রাজনীতি