মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ ২৬ মার্চ

মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ ২৬ মার্চ

mojammel4মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন বলেছেন, যারা গ্রেনেড হামলা চালিয়েছিল তারা গত ২০বছরে অনেক মুক্তিযুদ্ধের সনদ দিয়েছেন। যা যাচাই-বাছাই করে ২৬মার্চ নতুন তালিকা প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সঠিক সিদ্ধান্ত ও ভূয়া সনদ বাতিল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নির্বাচন বৈধ হয়েছে।

মন্ত্রী আরো জানান, বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে নাক না গলানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ওবামাকে বলেন, আপনারা মানবতা নিয়ে কথা বলেন, ফিলিস্তিনে ইসরায়েল যে মানবতাবিরোধী হামলা করছে, তা নিয়ে তো কথা বলেন না।

এতে সভাপতিত্ব করেন দক্ষিণ এশিয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল মালেক।

বাংলাদেশ শীর্ষ খবর